
ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
কিশোরগঞ্জ স্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন পার হওয়ার পর বড়ইতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশনে ও কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
কিশোরগঞ্জ স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে ওই ইঞ্জিনের মাধ্যমে ট্রেন থেকে গচিহাটা স্টেশনে টেনে নিয়ে যাওয়া হবে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার খলিলুর রহমান।