
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শহীদ খানকে গত রোববার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে।
ডিএমপি কর্মকর্তা আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া অন্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জনশৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র এবং বেআইনি সমাবেশে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের কাছ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড এবং পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই ষড়যন্ত্রে ‘মঞ্চ-৭১’ নামের একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সংশ্লিষ্টতা রয়েছে। এটি ইতিমধ্যেই গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।