
ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টির পাশাপাশি আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেছেন এবং মোবাইল কোর্ট চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে বাধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।
স্থানীয় সরকার বিভাগের যুক্তি অনুযায়ী, তার এই কার্যক্রম প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইন বহির্ভূত। সুতরাং, ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী অপরাধের কারণে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ধারায় তিনি অপরাধ সংঘটিত করেছেন এবং ৩৪(১) ধারার প্রজ্ঞাপনে তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওই সময় সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের একজনকে আটক করা হয়।
প্রক্রিয়ার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ‘মোবাইল কোর্ট করতে অনুমতি লাগবে’ এমন কথা বলতে শোনা যায়।