
আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পে কমিশনের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বৈঠকে এ অগ্রগতি নিয়ে কথা হয়।
এদিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের সভাপতি বাদিউল কবির।
বৈঠক শেষে বাদিউল কবির সাংবাদিকদের জানান, আলোচনায় বেতন গ্রেড কমানো, ৩০ নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা, এবং ১৫ ডিসেম্বরের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ— এসব বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
তিনি বলেন, “কমিশন চেয়ারম্যান জানিয়েছেন, আমাদের দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দিতে চেষ্টা করছেন।”
এর আগে কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন, নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মসূচি দেওয়া হবে। দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো আপডেট না আসায় কর্মচারীদের মধ্যে হতাশাও দেখা দিয়েছিল।