
এই বছরের বিপিএল নিলামে প্রথম ধাপে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
নিলামের প্রথম ডাকে দল না পাওয়ার পর মুশফিক ফেসবুকে লিখেছেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” তবে এরপরই উভয় ক্রিকেটারের জন্য দল মিলেছে।
বিস্তারিত জানা যায়, নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক এবং মাহমুদউল্লাহকে পরে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরিতে নিলামে তোলা হতো। কিন্তু তাদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে তা করা হয়নি।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স দলে ভেড়েছে এবং মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স কিনেছে।
অন্য অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ধাপে অবিক্রিত ছিলেন। পরবর্তীতে তাকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে দলে নিয়েছে সিলেট টাইটানস।