
পাবনার ঈশ্বরদীতে আটটি ছানা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক মা কুকুরের গল্প ইতোমধ্যেই দেশজুড়ে আলোড়ন তুলেছে। গত রোববার থেকে আজ পর্যন্ত হারানো ছানাদের খোঁজে সে একা একা পুরো উপজেলাজুড়ে ছুটে বেড়াচ্ছিল। তার এই অস্থিরতা ও বেদনায় ঈশ্বরদীর মানুষসহ সারা দেশের সাধারণ মানুষ শোকাহত হয়ে পড়ে।
বুধবার (৩ ডিসেম্বর) এ অবস্থায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ‘ঈশ্বরদীয়ান’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন এবং আনুষ্ঠানিকভাবে তারা দু’টি নবজাতক কুকুরছানা সংগ্রহ করে এনে একটি বিশেষ কৌশলে মা কুকুরটির কাছে পরিচয় করিয়ে দেন।
সংগঠনের সদস্যরা প্রথমে মা কুকুরটির বুকের দুধ বের করে সেই দুধ নতুন ছানাদের শরীরে লাগিয়ে দেন। ফলে মুহূর্তেই গন্ধে তাদের নিজের সন্তান ভেবে মা কুকুরটি ছানাদুটিকে কোলে টেনে নেয়। ঘটনাটি দেখে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও বিস্মিত হয়ে পড়েন, নতুন ছানাগুলো মা কুকুরটির দুধ পান করছে দেখে তাদের চোখে নরম আবেগ ফুটে ওঠে।
স্থানীয়রা জানান, মা কুকুরটি এখন ছানাদুটিকে ঠিক আগের আটটি সন্তানের মতোই আগলে রাখছে, দুধ খাওয়াচ্ছে, যত্ন করছে, “মনে হচ্ছে সে ছানাগুলোকে পুরোপুরি আপন করে নিয়েছে।”
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমরা টমকে আবারও সন্তানহারা অসহায়ত্বে নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি বলে মনে করছি। কয়েকটা দিন আমাদের উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি অনীহা দেখা দেয়। সবসময়ই আমাদের চোখে ভেসে উঠছে সন্তানহারা মা কুকুরটির আকুতি। আল্লাহ উপযুক্ত বিচার করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, প্রকৃতি বড়ই বৈচিত্র্যময়।”