
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আগামী রোববার ২৫ জানুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চলতি মাসের ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সে সময় রাষ্ট্রপতি তাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী ওই মনোনয়ন অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়। পরে ১৯ ডিসেম্বর লিংকডইনে দেওয়া এক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজেই সিনেটের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।