
ভোররাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জামায়াত ইসলামের সাবেক এক রুকন সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াত ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডা. রেজাউল করিম একসময় দলের রুকন সদস্য ছিলেন। তবে বিগত উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তিনি জানান, ৫ আগস্টের পর রেজাউল করিম দলের কিছু কার্যক্রমে যোগাযোগ রাখলেও বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই।