
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশালে সর্বোচ্চ ১২৮ জন, রাজশাহীতে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৩ জন, চট্টগ্রামে ৪১ জন, খুলনায় ৩০ জন, ঢাকা বিভাগের শহরতলীতে ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ২ জন ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৫৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু জয় করে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ১০৩ জন।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৪৬০ জন। আর ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ৫৫ জন।
পূর্ববর্তী বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও সংশ্লিষ্টদের মতে, বর্ষা মৌসুমে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল আরও ভয়াবহ আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।