
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির পাঁচ নেতা কমিটির আহ্বায়ককে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন। তারা একইসঙ্গে কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) এই পাঁচ নেতা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। তাদের অভিযোগ, জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম জুলাই আন্দোলনের সময় দুই হাতে পিস্তল চালানো শীর্ষ সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ।
এর আগে ২৯ নভেম্বর ১১৪ সদস্যবিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং রনিউর রহমানকে সদস্য সচিব করা হয়।
পদত্যাগকারী পাঁচ নেতার নাম হলো: আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। পদত্যাগপত্রে তারা লিখেছেন, “আমরা জুলাই আন্দোলনে সম্মুখযোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য লড়েছি। তবুও সেই স্বৈরাচারের দোসরকে জেলা আহ্বায়ক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে, যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।”
তারা আরও উল্লেখ করেছেন, রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান নেই। প্রয়োজনে আবার রাজপথে নেমে তারা প্রতিরোধ করবেন। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত পাঁচজন পদত্যাগ করেছেন।
এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, “আমরা রাজপথে লড়েছি, আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত হোক।”
অভিযোগের বিষয়ে রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, “এগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টার অংশ।”