
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের দ্রুত সংস্কার না হওয়ায় প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া এ কর্মসূচি টানা বিকেল ৪টা পর্যন্ত চলায় মহাসড়কের পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবস্থার অবনতি হলে ঘটনাস্থলে যান কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান এবং সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম। তারা শিক্ষার্থীদের জানান, “আজ থেকেই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। যেসব স্থানে সমস্যা রয়েছে সেখানে নতুন করে পিচ ও ইট বিছিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের অধিকাংশ অংশ এখন মৃত্যু-ফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ যাত্রী প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দাবি জানানো হলেও সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়নি।” তিনি আরও জানান, প্রশাসন সরাসরি আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে সড়ক অবরোধে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। তাদের অভিযোগ, রাস্তার বেহাল দশা সত্য হলেও অবরোধের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে, যা বিবেচনার দাবি রাখে।