ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় শেরপুরে বন্ধুকে কুপিয়ে খুন


March 2025/Ha ha.jpg
নাঈম বাদশা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে নাঈম বাদশা নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় সবুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাঈম বাদশা (১৮) একই এলাকার কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি নাঈম বাদশা তারই বাল্যকালের বন্ধু নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলীর ভূট্টুর ছেলে সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়। এ নিয়ে নাঈমের প্রতি ক্ষুব্ধ হয় সবুজ।

গাজীপুরে একটি কারখানার নিরাপত্তা প্রহরীর কাজ করা সবুজ ঈদের ছুটিতে বাড়িতে এসে শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাঈমকে মোবাইল ফোনে ডেকে নয়াবিল বাজারের ডাচ বাংলা ব্যাংকের পিছনে ভোগাই নদীর নির্জন এলাকায় নিয়ে যায়। এসময় ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ায় তারা। একপর্যায়ে নাইমকে পেছন থেকে পরপর তিন বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ। 

নাইমের চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে দ্রুত নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×