
উত্তর সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি আরও অবনতি এড়াতে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা এখন সময়ের দাবি।
গত বছরের ডিসেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। আলেপ্পোর স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১২৯ জন।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরীয় সরকারের প্রতি আলেপ্পো থেকে আল-তাবকা পর্যন্ত এলাকায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলকে বন্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, এসডিএফ অভিযোগ করেছে যে দামেস্কপন্থি বিভিন্ন গোষ্ঠী সদ্য স্বাক্ষরিত একটি চুক্তি পুরোপুরি কার্যকর হওয়ার আগেই তা ভঙ্গ করেছে। চুক্তির শর্ত মানা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি।