
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ও বিনিয়োগ অচল হয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও কার্যকরভাবে দায়িত্ব পালন করছেন না।
রোববার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু জানান, জুলাই আন্দোলন জনগণের মালিকানা ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। তিনি বলেন, এই আন্দোলন নতুন কিছু নয়, এটি মানুষের রক্তে মিশে আছে। শেখ হাসিনার সরকারের পতন ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। ৫ আগস্টের মধ্যে পদত্যাগ না করলে আমরা রাজপথ না ছাড়ার প্রস্তুতি নিয়েছিলাম।
তিনি আরও বলেন, যারা নির্বাচনের ভয় পায়, তাদের রাজনীতির প্রয়োজন নেই। তারা চাইলে এনজিও বা প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারে। কিন্তু রাজনীতিতে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।
আমীর খসরু সতর্ক করে বলেন, আন্দোলনে বিভাজন তৈরির চেষ্টা চলছে, তবে এটি হাইজ্যাক করা যাবে না। বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করলেও দলটি কখনো আন্দোলনের কৃতিত্ব নিজের করে দাবি করেনি।
তিনি মনে করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে দায়বদ্ধ প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। “নির্বাচিত সরকার না থাকলে বিদেশি বিনিয়োগ আসে না। আর যারা নির্বাচনে যেতে ভয় পায়, তারা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেয় বলেন বিএনপির এই নেতা।
সবশেষে তিনি বলেন, এই আন্দোলনের সফলতা নির্ভর করছে একটি বৈধ, নির্বাচিত সরকারের অভ্যুদয়ের ওপর। দেশের জনগণ ও বিনিয়োগকারীরা সেটিরই অপেক্ষায়।