
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, দেশে এক দল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান বিক্রি করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই।
খসরু মহাশয় উল্লেখ করেন, দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, সেখানে দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে; তারা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে নিযুক্ত হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
খসরু আরও দাবি করেন, ভোটের মাধ্যমে নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হয় না, বরং সবার সমান অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র কার্যকর হয়। বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়া ভবিষ্যতের জন্য দেশ পরিচালনায় পরিকল্পনামাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে আমাদের নেই।