
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। তারা মুনাফার হেয়ারকাটের মতো কোনো হীন বা অনৈতিক সিদ্ধান্ত মানতে নারাজ।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে মানববন্ধনে উপস্থিত আমানতকারীরা বললেন, “লুটপাটকারীদের দায় আমরা নেব না।”
প্রাথমিকভাবে ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতকারীদের দুই লাখ টাকা ফেরত দেওয়া হলেও, লাখো গ্রাহক নানা নিয়ম-শর্তের জালে আটকে আছেন। কষ্টার্জিত অর্থ ফেরতের চেষ্টা করেও তারা দিশেহারা, অভিযোগ তাদের। গ্রাহকরা দাবি করেন, যারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের দায়ভার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো যাবে না।
মানববন্ধনে তারা আরও উল্লেখ করেন, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফার ক্ষেত্রে কোনো হেয়ারকাট মেনে নেওয়া হবে না। প্রত্যেক গ্রাহকের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য তারা জোর দাবি জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, হঠাৎ বা অপরিপক্ব সিদ্ধান্ত নিলে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আস্থা আরও কমে যাবে। এ কারণে হেয়ারকাটের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান করা হয়েছে।
অর্থনীতিবিদ এম কে মুজেরী বলেন, “সবকিছু বিবেচনা করলে দেখা যায়, বাস্তবায়নের যৌক্তিকতা যাচাই করা জরুরি। সবচেয়ে বড় সংকট হলো—আমানতকারীদের আস্থার সংকট।”
এছাড়া, গ্রাহকরা দ্রুত ব্যাংকের সব অনলাইন সেবা চালু করারও দাবি জানিয়েছেন।