
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (২৬ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন অফিসে রাষ্ট্রদূতের পাঠানো ফুল ও বার্তা গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি কেবিনেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।
লন্ডনে অবস্থান করলেও বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত তার চিকিৎসার খবর রাখছেন। ঢাকায় পাশে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছে বিএনপি, দলীয় অঙ্গসংগঠন ও সমর্থকরা।