
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নতুন ঘোষণায় বিশেষ নজর কেড়েছে সদ্য বিএনপিতে যোগদান করা অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, যিনি হবিগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গত সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানের দিন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার জন্য একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও আয়োজিত হয়।
যোগদানের পর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, “রেজা কিবরিয়া শুধু তার এলাকা নয়, সমগ্র দেশে প্রভাব বিস্তার করতে সক্ষম। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”