
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশজুড়ে দোয়ার অনুরোধ উঠছে বিভিন্ন মহল থেকে। সেই ধারায় জনপ্রিয় খল অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলও প্রার্থনায় শামিল হয়েছেন।
শনিবার ২৯ নভেম্বর নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।” ডিপজলের এই পোস্টে নেটিজেনরাও সমর্থন জানিয়েছে মন্তব্যে, প্রথম নারী প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকে। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনাও করেছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বাড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে আছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী গত শুক্রবার রাতে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে ওঠে।