
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ আর নেই। দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে লড়াই করা এই ৫৫ বছর বয়সী ব্যবসায়ীর মৃত্যু হয় শনিবার ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে।
কারা কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল চারটায় ঢামেকের ছয়তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মো. জান্নাত উল ফরহাদ বলেন, “পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
প্রাথমিকভাবে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল।
তানভীর যে মামলার কারণে কারাগারে ছিলেন, সেটি প্রায় এক দশক আগের। অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া ওই মামলার রায় ঘোষণা করা হয় ২০২৪ সালের ১৯ জুন। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এদিন তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এর আগে ২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর কয়েকটির রায় ঘোষণাও হয়েছে, যদিও তানভীর মাহমুদ ও জেসমিন ইসলাম সেই মামলাগুলোর আসামির তালিকায় ছিলেন না। এই দম্পতির সাজা হয়েছিল একই বছরের ৪ অক্টোবর রমনা থানায় দুদক দায়ের করা মামলায়।