
রংপুর অঞ্চলের সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন ক্যাম্প চালু করা হয়েছে। ‘চতুরবাড়ী বিওপি’ নামে নবনির্মিত এই ক্যাম্প সীমান্ত পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জোংড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন এই ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে নতুন চতুরবাড়ী বিজিবি ক্যাম্প অবদান রাখবে। অপরাধ দমনে আমাদের (বিজিবির) সক্ষমতা বৃদ্ধি পাবে।’
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন সময় সীমান্ত নিয়ে ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিজিবির তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে তিস্তা-২ নামে পরিচিত ৬১ ব্যাটালিয়ন। তাদের অধীনে পাটগ্রামের জোংড়া ইউনিয়নে আগে ‘ধবলগুড়ি’ ও ‘খারিজাজোংড়া’ নামে দুটি ক্যাম্প ছিল। দুটির দূরত্ব বেশি হওয়ায় কিছু এলাকায় পর্যাপ্ত নজরদারি করা কঠিন হয়ে পড়ছিল, ফলে চোরাচালান, মাদক পাচার ও মানবপাচারের মতো অপরাধ সংঘটনের ঝুঁকি তৈরি হতো। এসব বিবেচনায় চতুরবাড়ী এলাকায় নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।