.png)
দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক আয়োজনে ওপার বাংলা ও উড়িয়া ইন্ডাস্ট্রির কয়েকজন তারকাকে সম্মাননা দেওয়া হয়। সেই মঞ্চেই টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও পুরস্কার দেওয়া হয়। তবে ওই অনুষ্ঠানে অভিনীত নাচের ভিডিও প্রকাশের পর তার চেয়ে বেশি আলোচনায় এসেছে নেটিজেনদের প্রতিক্রিয়া।
অনুষ্ঠানে ঋতুপর্ণাকে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানের তালে নাচতে দেখা গেছে। তিনি চুড়িদার পরে খোলা চুলে স্টেজে উঠে নাচ শুরু করেন। কিন্তু নাচের ভঙ্গিমা ও স্টেপ দেখে নেটিজেনদের একাংশ হাসি থামাতে পারছেন না। অনেকে মন্তব্য করছেন, “ঋতুপর্ণা যেন স্টেজে ‘ভাসান ডান্স’ করলেন।” সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে এই ভিডিও ভরে গেছে নানা ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ায়।
একজন লিখেছেন, “এই নাচ দেখে হাসলে ঠাকুর পাপ দেবেন।” সুমনা দেবনাথ নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, “ঋতুদিকে আবার ভুতে ধরেছে।” আরেকজন লিখেছেন, “উনি তো সার্কাস দেখাচ্ছেন, নাচ করছেন না।”
মন্দিরা নামে একজন লিখেছেন, “এভাবে পাগলের মতো কেন নাচছেন?” কেউ তুলনা করেছেন স্কুলের বাচ্চাদের সঙ্গে- “ওরা আপনার চেয়ে ভালো নাচে।” এমনকি একজন অভিনেত্রীর পোশাককে বেডশিটের সাথেও তুলনা করেছেন।
কেউ লিখেছেন, “আপনাকে দেখে মনে হচ্ছে পাড়ার বিয়েতে নাচছেন।” আরেকজনের মন্তব্য, “দয়া করে নেমে আসুন, আর নাচ করার দরকার নেই।” রিয়াঙ্কা ঘোষ মজা করে অভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেছেন, “উনি হয়তো শঙ্খ বাজাতে গিয়েছিলেন।”
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘লক্ষীকান্তপুর লোকাল’, যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। চলতি সময়ে বড়পর্দায় তার আরও একাধিক সিনেমা রয়েছে- ‘বেলা’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘পরিণীতা’, ‘অযোগ্য’ ও ‘গুডবাই মাউন্টেন’।