
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে স্থানান্তরের পরিকল্পনা করছে পরিবার। ইতোমধ্যে লন্ডনের চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।
শনিবার (২৯ নভেম্বর) এই তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “দেশনেত্রী খালেদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রকাশ। এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য ডা. জোবাইদা দেশ–বিদেশে চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। “মমতাময়ী মায়ের চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না হয়—এ জন্য প্রতিটি পদক্ষেপ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছেন তারেক রহমান,” লিখেন মাহদী আমিন।
এ সময় তিনি উল্লেখ করেন, বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে গেলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কেউ সিসিইউতে প্রবেশ করতে পারছেন না। দূর থেকেই সমর্থকরা খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও উদ্বেগ জানাচ্ছেন।
মাহদী আমিন আরও লিখেছেন, “দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপোষহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। যে হাসপাতালে তিনি চার মাস চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, সেই চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিশেষায়িত প্রযুক্তিসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করে লিখেন, “বাংলাদেশের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইনশাআল্লাহ দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও জাতিকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করবেন—এ প্রত্যাশাই এখন দেশের মানুষের আবেগ ও প্রার্থনার কেন্দ্রবিন্দু।”