
সদ্য শেষ হওয়া ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার উন্মাদনা শেষ হতেই থাই মিডিয়া উদ্যোক্তা ও প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের একটি আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানার আওতায় আনে। এর আগে ২০২৩ সালে তার বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ আনা হয়েছিল এবং জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংককের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হননি।
ব্যাংকক দক্ষিণ জেলা আদালতের বিবৃতিতে বলা হয়েছে, জাকরাজুততিপ তার অনুপস্থিতি সম্পর্কে আদালতকে জানায়নি, যার কারণে তাকে পালিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার শেষ পর্বে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুনভাবে বিতর্কের ঝড় ওঠে জাকরাজুততিপকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতার সহ-মালিক।
একজন প্লাস্টিক সার্জনের অভিযোগের ভিত্তিতে, জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট সেই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরবর্তীতে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএস-এর কাছে বিক্রি করে।