.png)
বিশ্বজুড়ে আলোচিত ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতার মালিকপক্ষ বর্তমানে গুরুতর আইনি জটিলতায় পড়েছে। প্রতিযোগিতার থাই মালিক অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই মালিকপক্ষের বিরুদ্ধে এই অভিযোগগুলো সামনে আসে। জাকাপং এবং তার কোম্পানি জে কে এন গ্লোবালকে একটি আর্থিক বিরোধে জড়ানো হয়েছে। ব্যাংককের আদালতে এই সপ্তাহে তাদের প্রতিষ্ঠানটির এক বিনিয়োগকারীর সঙ্গে প্রায় ৩ কোটি থাই বাথ বা ৯ লাখ ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি) সম্পর্কিত বিরোধের শুনানি হওয়ার কথা ছিল। তবে জাকাপং শুনানিতে উপস্থিত ছিলেন না, যার কারণে বুধবার ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ২০২৩ সাল থেকেই জাকাপং এবং জে কে এন গ্লোবাল বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ার পর ২০২৪ সালে থাই দেউলিয়া আদালতে পুনর্বাসনের আবেদন করে। কোম্পানির মোট ঋণের পরিমাণ প্রায় ৩০০ কোটি থাই বাথ (৯২.৬৩ মিলিয়ন ডলার)।
অন্যদিকে, জে কে এন গ্লোবালের সহ-মালিক রাউল রোচা কান্তু মেক্সিকোতে আলাদা আইনি ঝামেলায় পড়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার মেক্সিকোর প্রসিকিউটররা জানিয়েছেন যে কান্তুর বিরুদ্ধে মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগের তদন্ত চলছে।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন থাকার পর এই মিস ইউনিভার্স প্রতিযোগিতা ২০২২ সাল থেকে থাই ধনকুবের অ্যান জাকাপং জাকরাজুতাতিপের মালিকানাধীন। এই মাসের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিযোগিতাকালে ফলাফল কারচুপিসহ নানা কেলেঙ্কারিতে প্রতিযোগিতার সমালোচনা হয়।