
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে দলের পূর্বঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার বিদেশে চিকিৎসা নিয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো পরামর্শ দেয়নি, ফলে বোর্ডের মতামত ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়।
রিজভী জানান, চেয়ারপার্সন হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসকে সামনে রেখে নেওয়া কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “জনগণের কাছে দোয়া কামনা করছি। আশা করি দ্রুতই সেরে উঠবেন।”
দলের পক্ষ থেকেও দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছিল বিএনপি।