
খুলনায় আগামীকাল সোমবার শিববাড়ী বাবরি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটদলীয় জোটের বিভাগীয় সমাবেশ। আন্দোলনরত এই জোটের বড় পরিসরের এ জমায়েতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সমাবেশের প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে— বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন। পাশাপাশি স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন।
রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশটি সোমবার দুপুর ১২টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। আয়োজনকে কেন্দ্র করে খুলনা শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে— প্রশস্ত মঞ্চ নির্মাণ, সোনাডাঙ্গা, ময়লাপোতা ও ডাকবাংলাসহ বিস্তীর্ণ এলাকায় সাউন্ড সিস্টেম স্থাপন এবং সাংবাদিকদের জন্য আলাদা কাভারেজ জোন করা হয়েছে।
সমাবেশ শৃঙ্খলা বজায় রাখতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলে আয়োজকরা জানান। এছাড়া স্কুলের বার্ষিক পরীক্ষাকে বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা পরিবহনের জন্য পৃথক পার্কিং স্পটও নির্ধারণ করা হয়েছে।