
জাতীয় নারী ক্রিকেটে ন্যায়বিচারের দাবিতে সোমবার মিরপুরে বিরল এক দৃশ্য দেখা গেছে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ ঘিরে তীব্র আলোচনার মধ্যেই বর্তমান ও সাবেক নারী ক্রিকেটাররা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অবস্থান ছিল নীরব, কিন্তু বার্তা ছিল স্পষ্ট ন্যায়বিচার চাই।
দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়া জাহানারা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি বলেন, জাতীয় দলের ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে আপত্তিকর শারীরিক স্পর্শের চেষ্টা করেন এবং কুপ্রস্তাব দেন। জাহানারার ভাষ্য অনুযায়ী, সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার ক্যারিয়ার স্থবির হয়ে পড়ে। মঞ্জুরুলের পাশাপাশি প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধেও তিনি একই অভিযোগ আনেন।
এ অভিযোগ প্রকাশ্যে আসার পরদিনই কয়েকজন নারী ক্রিকেটার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে ব্যানার হাতে দাঁড়ান। তাদের ব্যানারে লেখা ছিল যৌন হয়রানির অবসান ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি। নীরব প্রতিবাদ হলেও উপস্থিত ক্রিকেটারদের চোখেমুখে ছিল দৃঢ় অবস্থান, যা নারী খেলোয়াড়দের নিরাপত্তা প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জাহানারা শুধু অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধেই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলদের প্রতিও অবহেলার অভিযোগ করেছেন। তার দাবি, শীর্ষ কর্মকর্তারা বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও বিষয়টি গুরুত্ব দেননি বা এড়িয়ে গেছেন। এ কারণে প্রতিবাদী ক্রিকেটাররা বিসিবিকে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।
এই স্বতঃস্ফূর্ত আন্দোলন স্পষ্ট করে দিয়েছে, ক্রিকেটাররা কেবল জাহানারার প্রতি সহানুভূতিই দেখাচ্ছেন না বরং নারী অ্যাথলেটদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে দলবদ্ধভাবে এগিয়ে আসছেন।
বিসিবির প্রতি তাদের দাবি, আর দেরি না করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হওয়ার সাহস না পায়। ক্রিকেটারদের ভাষ্য অনুযায়ী, জাহানারার প্রতি সহানুভূতি নয়, তাকে পূর্ণ সমর্থন ও ন্যায়বিচার দিতে হবে।