
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ভয়ঙ্কর পরাজয়। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪২ রানে থামে টাইগাররা। ফলে সফরকারী আয়ারল্যান্ড ৩৯ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল।
বাংলাদেশের ব্যাটিং লাইনে একাই লড়েছেন তাওহিদ হৃদয়। ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকার এই ইনিংস তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা। তবে দলের বড় হার আটকাতে তার ইনিংস যথেষ্ট হয়নি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই চাপের মুখে পড়ে। আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে মাত্র ৪ ওভারে ৪০ রান করেন। পরের দিকে তানজিম সাকিবের বলে স্টার্লিং এবং টেক্টর দুজনই ফিরে যান।
প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়ে। জবাবে বাংলাদেশের শুরু ভয়ঙ্কর, মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায় দল। তানজিদ হাসান তামিম, লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন দ্রুত আউট হন। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২০ রান।
পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও জাকের আলী ৩৪ বলে ৪৮ রান যোগ করার চেষ্টা করেন। তবে জাকের ২০ রানে আউট হয়ে গেলে আশা প্রায় শেষ হয়ে যায়। এরপর তানজিম সাকিব ৫ এবং নাসুম আহমেদ শূন্য রানে ফিরে যান। তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন, ৭ চার ও ৩ ছক্কায় দলের সংগ্রহ ১৪২ রানে থামে।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাথিউ হামপ্রিস ১৩ রানে ৪টি এবং বেরি ম্যাকার্থি ২৩ রানে ৩টি উইকেট নেন। বাংলাদেশ ব্যাটিং লাইন ছড়িয়ে পড়লেও মোস্তাফিজুর রহমান ৪ ওভারে উইকেটশূন্য ছিলেন ২৩ রান দিয়ে। তানজিম সাকিব ২ উইকেট নেন ৪১ রানে, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন এক করে উইকেট নেন যথাক্রমে ৪২ ও ৩৪ রানে।
শেষ পর্যন্ত বাংলাদেশের এই ব্যর্থতা একদিকে সিরিজের শুরুতে হোয়াইটওয়াশের স্বপ্নকে থামিয়ে দিয়েছে, অন্যদিকে তাওহিদ হৃদয়ের একক লড়াইয়ে সমর্থকদের কেবল সাহস পেয়েছে।