
জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস এবার আনুষ্ঠানিকভাবে কোচিংয়ে প্রবেশ করলেন। ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিলেট টাইটান্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সবশেষ বিপিএলে বরিশালের হয়ে মাঠে নামলেও এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতেই সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমরুল। দলের অধিনায়ক হিসেবে তিনি জিতেছেন একাধিক শিরোপা।
বিপিএলে পাঁচটি দলের হয়ে ১১৫ ম্যাচ খেলা ইমরুলের নামের পাশে আছে ১১৩ ইনিংসে ২ হাজার ৩৬৪ রান। স্ট্রাইকরেট ১১৭.৬৭, সঙ্গে ১১টি অর্ধশতক। ক্যারিয়ারের শেষভাগে তিনি বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ায় কাটান, যেখানে তার নিজস্ব ক্রিকেট একাডেমি পরিচালিত হচ্ছে। এবার সিলেটের কোচিং প্যানেলে যোগ দিয়ে তার কোচিং যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
ইতোমধ্যে সিলেট টাইটান্স তাদের পুরো কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম, যিনি জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচিংয়ের অভিজ্ঞ। তার সহকারী থাকছেন মাহমুদ ইমন, যিনি গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে কাজ করেছেন।
পেস বোলিং কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল, আর স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন এনামুল হক জুনিয়র।