
মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন জার্সির আদালত। এ ঘটনা ঘটেছিল ২৫ আগস্ট ভোররাতে, যখন জার্সির হিলারি স্ট্রিটের সেন্ট হেলিয়ারে এক নারীর ওপর ঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন কিপলিন।
শুক্রবার (২৮ নভেম্বর) রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেয়।
৩০ বছর বয়সী উইকেটকিপার কিপলিন চলতি বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। ডেনমার্ক ও কুয়েতের সঙ্গে ম্যাচ খেলার পর কয়েকটি ম্যাচ বাকি ছিল তার। হোটেলে ফেরার পথে তিনি ওই নারীকে আক্রমণ করেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেন।
ঘটনার কিছু সময়ের মধ্যেই পুলিশ কিপলিনকে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া ফোন উদ্ধার করে। পরদিন তাকে ডাকাতির অভিযোগে চার্জ করা হয়। ২৭ আগস্ট জার্সি ম্যাজিস্ট্রেটস কোর্টে দোষ স্বীকার করেন তিনি।
স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, “একজন অচেনা নারীর ওপর রাতের সময় হামলার মতো ঘটনায় আমরা দ্রুত তদন্ত শুরু করি। মাত্র কয়েকদিনের মধ্যে দ্বীপে থাকা সন্দেহভাজনকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করতে আমাদের টিম সফল হয়েছে।”
তিনি আরও জানান, “নারী ও মেয়েদের ওপর সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে, এবং দ্বীপবাসীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”