
মোবাইল ফোনের ওয়ালপেপারে আল্লাহ তায়ালার নাম, কোরআনের আয়াত বা কাবা শরীফের ছবি ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে জায়েজ। তবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো ধরনের অবমাননা না ঘটে।
ইসলামিক আলেমরা বলেন, ওয়ালপেপারে এই ধরনের ক্যালিগ্রাফি ব্যবহার করতে পারা যাবে শর্ত হলো, এগুলো যেন ভাসমান অবস্থায় মাটিতে পড়ে না থাকে, মোবাইলটি পায়ের কাছে বা বাথরুমে নিয়ে যাওয়া না হয়। যদি এই ধরনের অবমাননার সম্ভাবনা থাকে, তাহলে এমন ওয়ালপেপার ব্যবহার করা উচিত নয়।
অন্যদিকে, কেউ ব্যক্তিগত বা পোষা প্রাণীর ছবি, যেমন পাখি বা বিড়ালের ছবি ওয়ালপেপারে রাখে। আলেমরা মোবাইলের স্ক্রিনে প্রাণীর ছবি রাখার বিষয়ে বিরত থাকার পরামর্শ দেন। কারণ, মোবাইল স্ক্রিনে ছবি সেভ করলে তা প্রদর্শিত হয় এবং যেকেউ দেখতে পায়। এছাড়া শরীয়তে মানুষের বা প্রাণীর ছবি প্রদর্শন ও সঞ্চয় নিষিদ্ধ।
সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে মোবাইল ওয়ালপেপারে আল্লাহর নাম, কোরআনের আয়াত বা কাবা শরীফের ছবি ব্যবহার করা যাবে, কিন্তু কোনো ধরনের অবমাননা না হয় তা নিশ্চিত করতে হবে, এবং প্রাণী বা মানুষের ছবি স্ক্রিনে রাখার থেকে বিরত থাকা উচিত।