
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন কুতুবপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু নাঈমের তিন বছরের ছেলে সিয়াম এবং একই গ্রামের দুলাল মল্লিকের চার বছরের ছেলে আবদুল্লাহ। তারা মামা-ভাগিনা ও একসঙ্গে খেলার সাথী ছিলেন।
স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম জানান, “আমরা প্রথমে ভেবেছিলাম বাচ্চারা হয়তো পাশের বাড়িতে গেছে। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তাদের দেহ পাই। ওই দৃশ্যটা আমরা কখনো ভুলতে পারবো না।”
শিশু সিয়ামের বাবা আবু নাঈম ভগ্নহৃদয়ে বলেন, “আমার সিয়ামটা খুব শান্ত ছিল। কে জানতো এটাই শেষ সকাল ছিল ওর জীবনের! আল্লাহ যেন এই কষ্ট কাউকে না দেন।”
নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী জানান, “এটা খুবই মর্মান্তিক ঘটনা। দুটি পরিবারের সব কিছুই যেন থেমে গেছে এই দুর্ঘটনায়। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”