
কয়েক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকটও তার আশু আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।