.png)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন- এমন প্রার্থনা করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার নিউজফিডে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া ও প্রার্থনার ঢেউ। এই পোস্টগুলো কোনো নির্দিষ্ট দলের মানুষের নয়। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?”
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “কালচারাল সফট পাওয়ার বা কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নামজপ ছাড়া, খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ চরিত্র হিসেবে গড়ে উঠেছেন, এটি এক প্রকার আশীর্বাদ। সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং দেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন- এই প্রার্থনা।”