
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর জানার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।” শুক্রবার রাতে হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে গিয়ে তিনি বলেন, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের উত্তরও দিয়েছেন।
জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।