
দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। মিনিটের মধ্যেই ১ নম্বর ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া দেখা গেলে কর্মচারীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে জড়ো হন।
রোববার ৩০ নভেম্বর দুপুর ২টার দিকে অ্যালার্ম বাজা শুরু হলে ভবন থেকে বেরিয়ে আসা কর্মকর্তারা জানান, উৎস ছিল ১০ম তলা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিউল নামের এক কর্মকর্তা বলেন, “হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।”
আরেক কর্মচারী জানান, “আমরা প্রথমে মনে করেছিলাম নরমাল ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।”
ঘটনার পর ভবনটির সব কর্মকর্তা-কর্মচারী নিচে নেমে নিরাপদ জায়গায় অবস্থান নেন। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তর রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। দুপুর ২টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।”