
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হাই-ভোল্টেজ তেলুগু সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী কাজল। বড় বাজেটের কোনো তেলুগু ছবিতে এটি তার প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র হবে। এর আগে গুঞ্জন উঠেছিল- কারিনা কাপুর খানও ছবিতে থাকতে পারেন, কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই সিনেমার সঙ্গে তার কোনো সংযোগ নেই।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বি-টাউনে এই সিনেমা নিয়ে জোরালো আলোচনা চলছে। নির্মাতা কাজলকে গল্পটি শোনিয়েছেন এবং তিনি প্রস্তাবিত চরিত্রে বেশ মুগ্ধ বলে জানা গেছে। যদি কাজল সিনেমায় যোগ দেন, তবে ‘স্পিরিট’ কেবল তারকা শক্তির জন্য নয়, বরং উত্তর ও দক্ষিণ ভারতীয় সিনেমার বড় ক্রসওভার হিসেবে স্বীকৃতি পেতে পারে। প্রভাসের জনপ্রিয়তা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনা এবং কাজলের উপস্থিতি- এই তিনটি মিলিয়ে ছবিটিকে প্যান-ইন্ডিয়া স্পেকট্যাকল হিসেবে দাঁড় করাতে সক্ষম।
এই সিনেমার জন্য ইতিমধ্যেই বড় বাজেট ও বহু ভাষায় মুক্তি দেওয়ার কারণে উত্তেজনা তৈরি হয়েছে। ‘অর্জুন রেডি’, ‘কবীর সিং’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমেল’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবার ‘স্পিরিট’-এ বিশাল আকারের অ্যাকশন-ড্রামা উপস্থাপন করছেন।
সিনেমায় প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যেখানে থাকবে একদিকে অ্যাকশন, অন্যদিকে আবেগঘন গল্প। নারী প্রধান চরিত্রে বর্তমানে অভিনয় করছেন তৃপ্তি দিম্রি। খবর অনুযায়ী, কাজলকে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ চরিত্র- যা গল্পে ছোটখাটো বা ক্যামিও নয়, বরং মূল কাহিনীতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
যদি কাজল সিনেমায় যুক্ত হন, এটি হবে তার প্রথম পূর্ণমাত্রার তেলুগু চলচ্চিত্র অভিজ্ঞতা। যদিও আগে তিনি কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেছেন, ‘স্পিরিট’ হবে টলিউডে তার বড় আত্মপ্রকাশ। দক্ষিণ ভারতীয় ছবিতে বড় বলিউড তারকাদের অন্তর্ভুক্ত করার চলমান প্রবণতাও এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।
তবে নির্মাতার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই কাজলের চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিত হওয়ার জন্য নির্মাতার ঘোষণার অপেক্ষা করতে হবে।