
ভারত প্রায় ২ বিলিয়ন ডলার খরচ করে রাশিয়া থেকে একটি পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন লিজ নেবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ আলোচনা এবং বছরব্যাপী স্থগিত চুক্তির পর এটি ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের সময় চূড়ান্ত হবে।
প্রতিবেদনে জানা যায়, সাবমেরিন লিজ নেওয়ার বিষয়টি বহু বছর ধরে স্থগিত ছিল। তবে সম্প্রতি উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা নভেম্বর মাসে রাশিয়ার একটি শিপইয়ার্ড পরিদর্শন করেন। নয়াদিল্লি আশা করছে, দুই বছরের মধ্যে জাহাজটি তাদের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিনকে বহনকারী বিমান ভারতে অবতরণ করবে। তিনি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন, যেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতের সম্পর্ক জোরদার করার আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর মোদি সরকার রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও চালানো হচ্ছে।
ভারতের নৌবাহিনী প্রধান দীনেশ কে ত্রিপাঠী সাংবাদিকদের জানান, আক্রমণাত্মক সাবমেরিনটি শিগগিরই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। তবে তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি। নতুন সাবমেরিনটি দেশটির বিদ্যমান দুটি সাবমেরিনের তুলনায় বড় হবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখনও বিস্তারিত মন্তব্য দেয়নি।
প্রশিক্ষণের উদ্দেশ্যে লিজ
ত্রের বরাতে জানা গেছে, লিজ শর্ত অনুযায়ী, সাবমেরিনটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটি ভারতের নাবিকদের প্রশিক্ষণ এবং দেশীয় সাবমেরিন উৎপাদন ও পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।
রাশিয়ার সাবমেরিনটি ১০ বছরের জন্য ভারতের নৌবাহিনীর কাছে থাকবে। এর আগে ১০ বছরের জন্য নেওয়া রাশিয়ান সাবমেরিনটি ২০২১ সালে ফেরত দেওয়া হয়েছে।
ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে, একই সময়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক গভীর করছে। এই পরিবর্তনের ফলে দেশটি ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করে রাশিয়ার ওপর নির্ভরতা কমাচ্ছে।
এদিকে, দক্ষিণ কোরিয়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে। ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়ার ওপর পারমাণবিক সাবমেরিনের নির্ভরতা ভারতকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মে মস্কোর সাথে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করছে।