
দলের অবস্থান ও সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছিলেন প্রধান সমন্বয়কের দায়িত্ব থেকে। কিন্তু মাত্র দেড় মাস পর সেই ফিরোজ আলমগীরকেই সদস্যসচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখা। এতেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে জেলার দলীয় রাজনীতি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম কিবরিয়াকে, আর সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে ফিরোজ আলমগীরকে। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই কমিটি আগামী ছয় মাস কার্যকর থাকবে।
এর আগে গত ১৩ অক্টোবর দলীয় সিদ্ধান্ত, কার্যক্রম এবং ‘চিহ্নিত আওয়ামী নেতাকর্মী’ অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়ে প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেন ফিরোজ আলমগীর। তখন তিনি জানান, এসব পদক্ষেপ তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। পদত্যাগের পর থেকে তিনি আর কোনো দলীয় কার্যক্রমেও অংশ নেননি।
তবে নতুন কমিটিতে ফিরোজ আলমগীরকে ফেরানোয় ক্ষোভে ফুঁসছেন জেলা নেতারা। আলোচনাবিহীনভাবে কমিটি ঘোষণা করায় বড় ধরনের পদত্যাগের আশঙ্কা তৈরি হয়েছে।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু ঢাকা পোস্টকে বলেন, “৯১ সদস্যের কমিটি কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। যিনি পদত্যাগ করেছিলেন, তাকে আবার সদস্যসচিব করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ চলছে। আগামী রোববারের (৩০ নভেম্বর) মধ্যে ৪০ থেকে ৪৮ জন নেতার পদত্যাগ করতে পারেন।”
অন্যদিকে নতুন কমিটির সদস্যসচিব ফিরোজ আলমগীর জানান, কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। তিনি বলেন, “আমার কিছু দাবি ছিল, সেগুলো সমাধান হয়েছে। নতুন আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষের বিষয়ে আমার কিছু জানা নেই।”