
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে অমানবিক পরিস্থিতিতে বন্দি রয়েছেন। তাকে ‘ডেথ সেল’-এ একা রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং আদালতের আদেশ উপেক্ষা করে আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
দলটির কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এক সংবাদ সম্মেলনে বলেন, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে, যা এক ধরনের মানসিক নির্যাতন। সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়াকে তিনি আদালত অবমাননা বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে পারিবারিক সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হয়েছে এবং তার বোন আলিমা খানকেও দেখা করতে দেওয়া হয়নি। এ বিষয়ে প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপ দাবি করেন আকরাম।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শুধু ইমরান খান নন, দলের অন্যান্য বন্দি নেতারাও একইভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে, ডা. ইয়াসমিন রশিদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে এবং জামিন পেলেও ইজাজ চৌধুরীকে এখনো মুক্তি দেওয়া হয়নি।
অর্থনীতি প্রসঙ্গে ওয়াকাস আকরাম বলেন, বর্তমান সরকার ১৫ মাসে জ্বালানির দাম ৮২ শতাংশ বাড়িয়েছে। তিনি দাবি করেন, পিটিআই সরকারের আমলে জ্বালানির দাম ছিল নিয়ন্ত্রণে, কিন্তু বর্তমানে পেট্রোলের দাম পৌঁছেছে ২২০ টাকা প্রতি লিটার। এছাড়া ৭ লাখ ৬৫ হাজার টন চিনি রপ্তানির অনুমোদনের পর বাজারে চিনি সংকট দেখা দেয় এবং দাম বেড়ে ২০০ টাকা প্রতি কেজিতে পৌঁছায়। এতে সরকার ৯২ বিলিয়ন রুপির দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
৯ মে’র সহিংসতা মামলাগুলোর বিষয়ে আকরাম জানান, মামলাগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, কারণ তদন্ত কর্মকর্তা দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং মূল সাক্ষী আদালতে হাজির হচ্ছেন না। তিনি এসব মামলার প্রত্যাহার দাবি করেন।
পাঞ্জাব প্রদেশে সাম্প্রতিক বন্যায় ১০৩ জনের মৃত্যু এবং ২৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পিটিআই নেতা। তার দাবি, সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের গ্রেফতার করা হয়, অথচ যারা দায়িত্বে আছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সিনেট নির্বাচন নিয়ে তিনি বলেন, ইমরান খান খাইবার-পাখতুনখাওয়ার প্রাদেশিক সংসদীয় দলের ওপর মনোনয়নের দায়িত্ব দিলেও, কোনো প্রার্থীকে তার চূড়ান্ত অনুমোদন ছাড়া টিকিট দেওয়া যাবে না। আকরাম বলেন, পিটিআই দলীয় গণতন্ত্র ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।